প্রকাশিত: Tue, Feb 21, 2023 4:13 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:53 AM

কর্মচারিদের ধর্মঘটে ১৩শ ফ্লাইট বাতিল করল লুফথানসা

রাশিদুল ইসলাম: জার্মানির ফ্রাংকফুর্ট, মিউনিখ ও হামবার্গ সহ ৭টি বিমানবন্দরের কর্মচারিরা পূর্ণ ধর্মঘটে গেলে দেশটির লুফথানসা এয়ারলাইন্স শত শত ফ্লাইট বাতিল করে দেয়। ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইন্স হচ্ছে লুফথানসা। আরটি

লুফথানসা নির্বাহী বোর্ডের সদস্য মাইকেল নিগেম্যান বিবৃতিতে বলেছেন, ধর্মঘটের বিশাল প্রভাবের জন্য দুঃখিত, যা আমাদের যাত্রীদের খরচে পরিচালিত হচ্ছে। আমরা সম্মিলিত দর কষাকষির একটি পক্ষ নই এবং এতে কোন প্রভাব নেই - তবুও, আমাদের অতিথিরা এবং আমরা ব্যাপকভাবে প্রভাবিত।

জার্মানির এয়ারপোর্ট অ্যাসোসিয়েশন এডিভি অনুসারে, মোট ২,৩৪০টি ফ্লাইট বাতিল করায় ২৯৫,০০০ এরও বেশি যাত্রীদের যাত্রা ব্যাহত হয়েছে। এসব যাত্রীকে বিকল্প সড়ক ও রেল পথে ভ্রমণ নিশ্চিত করতে সহায়তা করছে লুফথানসা।

 আগামী শনিবার নাগাদ লুফথানসার নিয়মিত ফ্লাইট অপারেশন অনেকাংশে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। লুফথানসার কর্মচারি ইউনিয়ন ১০.৫% বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বলেছে জালানি ও খাদ্য মূল্যের কারণে মূল্যস্ফীতি বর্তমান মজুরিতে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। সম্পাদনা: খালিদ আহমেদ